১৬ ক্রেতা বিক্রেতাকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

591

কুমিল্লার হোমনায়  বিভিন্ন শপিংমলে  সকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে  কাপড় ও কসমেটিকস এর দোকান খুলে এবং শাটার বন্ধ করে ভিতরে ক্রেতা রেখে মালামাল বিক্রি করে আসছিলেন কয়েকদিন যাবৎ এলাকার বিভিন্ন শপিংমলের ব্যবসায়ীরা, এই অভিযোগের প্রেক্ষিতে  আজ  সকালে  উপজেলার রামকৃষ্ণপুর, চান্দেরচর, কাশিপুর, শ্রীপুর, ঘারমোরা ও হোমনা পৌর মার্কেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিচারিক হাকিম তাপ্তি চাকমা, এসময় তিনি ৫জন ক্রেতা ও ১১ জন ব্যবসায়ীকে ৩৭ হাজার৯০০ টাকা জরিমানা করেন। এই সময় হোমনা সার্কেল এএসপি ফজলুল করিম উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা বলেন, সরকারি আদেশ অমান্য করে দোকান খুলে সামাজিক দূরত্ব বজায় না রেখে মালামাল বিক্রি করার অপরাধে ১৬ জন ব্যবসায়ী ও  ক্রেতাকে মোট ৩৭ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।