করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের অবস্থা দেখতে এবং তার ব্যক্তিগত অর্থায়নে দেওয়া খাদ্য সামগ্রী বিতরণের খোঁজখবর নিতে , এলাকাবাসীকে ঘরে থাকার আহবান জানিয়ে পুরো উপজেলা ঘুরে বেড়ালেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) এর সংসদ সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম। এসময় তার ব্যক্তিগত অর্থায়নে  দেয়া খাদ্য সহায়তা ঠিকভাবে পৌছেছে কিনা  সেটি দেখা ছাড়াও এলাকার মানুষেকে ঘরে থাকার আহ্বান জানান তিনি, কৃষকরা কোন সমস্যায় আছেন কিনা,প্রশাসন এবং স্বাস্থ্য কর্মীরা তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারছেন কিনা বা তাদের কোন সমস্যা আছে কিনা তা জানতে চান তিনি।  ব্যাক্তিগত অর্থায়নে এলাকার সাড়ে ১২ হাজার কর্মহীন ও অসচ্ছল পরিবারকে খাবার সামগ্রী দিয়েছেন ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অব:)। দলের নেতাকর্মীদের সহায়তায় ঘরে ঘরে সেগুলো পৌছে দেয়া হয় তালিকা অনুসারে। উপজেলা সদর থেকে বিভিন্ন গ্রামে গাড়িতে ভরে ত্রান পাঠানোর কাজও নিজে দাড়িয়ে তদারকি করেন তিনি। শনিবার দুপুরের পর দরিকান্দি গ্রাম থেকে গাড়িতে যাত্রা শুরু করেন তিনি। সঙ্গে ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি জানান- রাত পর্যন্ত ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার সবকয়টি গ্রামে গিয়েছেন  ক্যাপ্টেন তাজ।
 এসময় স্থানেস্থানে দাড়িয়ে তিনি দলের নেতাকর্মী এবং গ্রামের মানুষের সঙ্গে কথা বলেন। তাদের সামগ্রিক খোজখবর নেন। ঘরে থাকার আহ্বান জানান সাবেক মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব)এবি তাজুল ইসলাম এমপি  বলেন, ইতিপূর্বে আমরা যে ত্রান দিয়েছি সেটি সঠিকভাবে পৌছেছে কিনা, প্রকৃতপক্ষে মানুষের কল্যান হচ্ছে কিনা তা সরজমিনে দেখা এবং মানুষের সাথে ব্যাক্তিগত ভাবে কথা বলার জন্যে নির্বাচনী এলাকার সব গ্রামেই আমি গিয়েছি। এসময় কারো কোন সমস্যা আছে কিনা তা জানার চেষ্টা করেছি। । মোট কথা হ্নদয়ের তাগিদ থেকেই ছুটে গেছি আমি এলাকার মানুষের কাছে।