করোনা ভাইরাসের আক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষকে নিরাপদ ও ঘরে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পুলিশ, ফোন করলেই সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় মালামাল বাড়িতে পৌছে দিবে পুলিশ। কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম ( বার), পিপিএম এই কার্যক্রম এর উদ্বোধন করেন আজ সোমবার। পুলিশের এই কার্যক্রম হোমনা উপজেলায় শুরু হয়েছে আজ থেকেই,প্রথম দিনেই ব্যপক সাড়া পেয়েছে এই কার্যক্রমটি। খোলা একটি ট্রাকের মধ্যে নিত্যপন্যের বিভিন্ন মালামাল নিয়ে গ্রাম থেকে গ্রামে ছুটে চলছে এই নিত্যপন্যবাহী এই ট্রাক।পুলিশের এই উৎদোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষ। একজন ব্যক্তি প্রতিদিন এই গাড়ি থেকে ০৫ কেজি চাল ৪০ টাকা দরে, তেল ৯০ টাকা দরে ০১ লিটার, পিঁয়াজ ৩৫ টাকা দরে ০১ কেজি, সাবান ০১টি, আলু ০২ কেজি ২০ টাকা দরে,মসুর ডাল ০১ কেজি ৭৫ টাকা দরে কিনতে পারবে।পুলিশের এই কার্যক্রমে সহযোগিতা করছেন বণিক সমিতি ও কমিউনিটি পুলিশ।ট্রাকের মধ্যে টানানো ব্যানারে একটা মোবাইল দেওয়া আছে কারো নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী দরকার হলে ঐ নাম্বারে ফোন করলে পুলিশ তার বাড়ীতে মালামাল পৌঁছে দিবে।। হোমনা- মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম জানান আজ থেকে আমরা হোমনা উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে মানুষের বাড়িতে বাড়িতে পৌছে দিয়েছি নিত্যপ্রয়োজনীয় মালামাল,করোনার ভয়াবহতার হাত থেকে এলাকার মানুষকে নিরাপদ ও ঘরে রাখতে এই উৎদোগ। এটা আমাদের পুলিশ সুপার স্যারের উদ্যোগ, সব শ্রেণি পেশার লোকদের সবাইকে ঘরে রাখার উদ্দেশ্য। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আমরা পৌঁছিয়ে দিব তাদের বাড়িতে।
বাড়ি অর্থনীতি