Uncategorized

চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট কমছে

  প্রতিনিধি ৩০ জুলাই ২০২৪ , ৭:১৬:২৬ প্রিন্ট সংস্করণ

Ctg Sea Port

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে কারফিউ ও ইন্টারনেট বন্ধ থাকায় শুরু হওয়া অচলাবস্থা থেকে বেরিয়ে আসছে চট্টগ্রাম বন্দর। তৈরি হওয়া কনটেইনার জটও কমতে শুরু করেছে। গত চারদিনে ১৪ হাজার টিইইউএসের বেশি কনটেইনার ডেলিভারি হয়েছে চট্টগ্রাম বন্দর থেকে।

সর্বশেষ মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেলিভারি হয়েছে ৪ হাজার ৬১৪ টিইইউএস কনটেইনার পণ্য। চারদিনে ৩ হাজারের বেশি কনটেইনার কমেছে বন্দর অভ্যন্দরে। মঙ্গলবার চট্টগ্রাম বন্দরে ৩৮ হাজার টিইইউএসের কিছু বেশি কনটেইনার ছিল। যার বেশিরভাগই আমদানি পণ্যভর্তি।

সংশ্লিষ্টরা বলছেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। এ অবস্থায় দেশের ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। যার প্রভাব পড়েছে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমেও।

বন্দর কর্তৃপক্ষ বলছে, গত কয়েকদিন যেভাবে পণ্য ডেলিভারি হয়েছে, আমদানিকারকরা খালাস নিয়েছে, সে ধারা অব্যাহত থাকলে দ্রুতই বন্দর পরিস্থিতিও স্বাভাবিক হয়ে আসবে।

বন্দর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে ৫৩ হাজার ৫১৮ টিইইউএস কনটেইনার ধারণক্ষমতা রয়েছে। বন্দরে স্বাভাবিক সময়ে গড়ে ৩০ থেকে ৩১ হাজার টিইইউএস কনটেইনার থাকে। কিন্তু কোটা সংস্কার আন্দোলকে ঘিরে পণ্য ডেলিভারি বন্ধ হয়ে যাওয়ায় ২৪ জুলাই পর্যন্ত পাঁচদিনে বন্দর ইয়ার্ডে ৪২ হাজার টিইইউএসের কাছাকাছি হয়ে যায়। বন্দর থেকে সরাসরি খালাস না হওয়ায় ও জাহাজীকরণ বন্ধ হয়ে যাওয়ায় স্বাভাবিক সময়ের বেশি কনটেইনার জমে যায়।